Meghna Cement Mills PLC.

মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড প্রথম প্রান্তিকের (জুলাই’২০-সেপ্টেম্বর’২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

আজ শনিবার (১৪ নভেম্বর) চলতি বছরের (জুলাই-সেপ্টেম্বর, ২০২০) প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করেছে কোম্পানিটির পরিচালনা পরিষদ। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

২০২০-২১ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। আগের বছর একই সময়ে তা ছিল ৩৬ পয়সা।

গত সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩ টাকা ২২ পয়সা।

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) লোকসান হয়েছে ১২ টাকা ৮৬ পয়সা। গত বছরের একই সময়ে এনওসিএফপিএস লোকসান ছিল ৬ টাকা ৫৯ পয়সা।

দেশের অন্যতম বৃহত্তম প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের এই কোম্পানিটি ১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। কোম্পানিটি সর্বশেষ অর্থাৎ ২০১৯ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে।

অর্থসূচক