Meghna Cement Mills PLC.

News

News

মোখায় ক্ষতিগ্রস্ত আরও ১ হাজার পরিবার পেল বসুন্ধরার অর্থ সহায়তা

কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত আরও ১ হাজার পরিবারের মধ্যে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দ্বিতীয় দফায় নগদ অর্থ সহায়তা করেছে। গতকাল দুপুরে শাহপরীর দ্বীপ বাজারপাড়ার সরকারবাড়ি পুলিশ ফাঁড়ির মাঠে দ্বীপের ১ হাজার পরিবারকে ৪ হাজার টাকা করে ৪০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়। এ সময় ইয়াহিয়া গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ ইয়াহিয়া, মো. আয়ুবুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। স্থানীয় সূত্র জানায়, ঘূর্ণিঝড় মোখার আঘাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ। এখানে তিনটি ওয়ার্ডে বসবাস করছেন ৩৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে ৮ হাজারের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের বেশির ভাগ ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঝড়-পরবর্তী সময়ে দুর্দশায় দিনাতিপাত করা দ্বীপবাসীর পাশে দাঁড়িয়েছেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। শাহপরীর দ্বীপ ৮ নম্বর ওয়ার্ড কোনারপাড়ার বাসিন্দা তৈয়বা খাতুন বলেন, ‘ঘূর্ণিঝড়ে বাড়িঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস করছি। ছেলেমেয়েদের নিয়ে অনেক কষ্ট পাচ্ছি। এমন দুঃসময়ে আমার পরিবারের পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ। আমার দুঃখ-দুর্দশার কথা শুনে তারা আমাকে নগদ অর্থ সহায়তা দিলেন। এতে অনেক উপকার হয়েছে। আল্লাহ বসুন্ধরা গ্রুপকে গরিব-দুঃখীদের আরও বেশি সহায়তা করার তৌফিক দিন।’ ৯ নম্বর ওয়ার্ড বাজারপাড়ার বাসিন্দা মোহাম্মদ হোসেন বলেন, ‘এর আগেও বসুন্ধরা গ্রুপ আমাদের পাশে দাঁড়িয়েছিল। যে কোনো সংকটে তারা আমাদের পাশে দাঁড়ান। তাদের দেওয়া সাহায্য-সহযোগিতা অনেক উপকারে আসে। দুঃসময়ে এভাবে পাশে দাঁড়ানো বসুন্ধরা গ্রুপের ঋণ কোনো দিন শোধ করতে পারব না। আল্লাহ তাদের বরকত দান করুন।’ এর আগে ২৭ মে শাহপরীর দ্বীপে মোখায় ক্ষতিগ্রস্ত ২৫০ পরিবারকে ৮ হাজার টাকা করে ২০ লাখ টাকা নগদ অর্থ সহায়তা দেওয়া হয়।

বাংলাদেশ প্রতিদিন

News

মাগুরায় কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা

মাগুরা: নির্মাণ শিল্পীদের দক্ষতা ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মাগুরা শ্রীপুর উপজেলায় বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের রাজসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টম্বর) সন্ধ্যায় মাগুরা শ্রীপুরের নাকোল মালঞ্চ আদর্শ শিশু বিদ্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ৩০ জন নির্মাণ শ্রমিক অংশ নেন। রাজসভায় সভাপতিত্ব করেন নাকোল বাজারের কিং ব্র্যান্ড সিমেন্ট ডিলার মা ট্রেডার্সের মালিক লিটন সাহা। সভায় স্থাপনা কৌশল ও নির্মাণ সংক্রান্ত বিভিন্ন পরামর্শসহ এ সিমেন্টের গুণাগুণ বিষয়ে বক্তব্য রাখেন কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ কাওসার হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- কিং ব্র্যান্ড সিমেন্টের ডিভিশনাল ম্যানেজার সুমন চন্দ্র কর। এ সময় উপস্থিত ছিলেন কিং ব্র্যান্ড সিমেন্টের এরিয়া সেলস ম্যানেজার শামীম রেজা ও টেরিটরি এক্সিকিউটিভ ধনঞ্জয় কুমার দাস। রাজসভায় কিং ব্র্যান্ড সিমেন্টের মাগুরা জেলা কনস্যালটেন্ট প্রকৌশলী তন্ময় সাহা চলমান স্থাপনায় কিং ব্র্যান্ড সিমেন্টের অবদান তুলে ধরেন। সভায় জানানো হয়, কিং ব্র্যান্ড সিমেন্ট অত্যাধুনিক ভি আর এম যন্ত্রে উৎপাদিত হওয়ায় এটি অত্যন্ত গুণগত মানসম্মত। পাশাপাশি লো-অ্যালকালি সিমেন্ট। নাকোল এলাকার রাজমিস্ত্রি মোহাম্মদ ইব্রাহিম আলী ও সঞ্জিবন বিশ্বাস জানান, তাদের দীর্ঘ দিনের কাজের অভিজ্ঞতায় কিং ব্র্যান্ডকেই অত্যন্ত ভালো সিমেন্ট হিসেবে চিহ্নিত করেছেন। কারণ, এটির গুণগতমান অত্যন্ত ভালো। এ সিমেন্ট ব্যবহারের পর দেয়ালে নোনা ধরে না। পাশাপাশি কোনো কালো দাগ দেখা দেয় না। যে কারণে তারা স্থাপনার ক্ষেত্রে কিং ব্র্যান্ড সিমেন্ট ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন। শেষে অনুষ্ঠানে অংশ নেওয়াদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

Banglanews24

News

মেঘনা সিমেন্টের শতভাগ উৎপাদন ক্ষমতা ব্যবহারে উদ্যোগ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসিই) তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট শতভাগ উৎপাদন ক্ষমতা ব্যবহারে উদ্যোগ নিয়েছে। মূলত মেঘনা সিমেন্টের উৎপাদন ক্ষমতা বছরের ৩৩ লাখ ১২ টন। কিন্তু চলমান করোনা সংক্রমণ ও অন্যান্য কারণে সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে। অবশিষ্ট ৪০ শতাংশ অব্যবহ্নত উৎপাদন ক্ষমতা ব্যবহারে বিজয় মাস ডিসেম্বরের মেঘনা সিমেন্ট লিমিটেড বাজারে আনছে নতুন ব্যান্ড ‘বীর সিমেন্ট’। নতুন ব্র্যান্ডের সিমেন্ট বাজারজাত শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্বে ৪০তম বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। আর দেশের মোট ১২৫টি সিমেন্ট কারখানা থাকলেও ৩৩টি সিমেন্ট কোম্পানি সক্রিয়। আর সবার সম্মিলিত উৎপাদন সক্ষমতা সাত কোটি ৮০ লাখ মেট্রিক টন। এর মধ্যে চার কোটি এক লাখ মেট্রিক টন হলো কার্যকরী ক্ষমতা। বাংলাদেশে মাথাপিছু সিমেন্টের ব্যবহার তুলনামূলক কম। ফলে বাংলাদেশের এ খাতের প্রবৃদ্ধির অনেক সুযোগ আছে। ফলে বাড়াতে হবে উৎপাদন সক্ষমতা। এ কারণে গত কয়েক বছর ধরে কোম্পানিগুলো তাদের কারখানা সম্প্রসারণ করেছে। এতে বিদ্যমান কোম্পানিগুলোকে আগামী দশকে বিনিয়োগ আরও তিন থেকে চার গুণ বাড়াতে প্রয়োজন হবে। অর্থাৎ ২০৩০-৩৫ সালে কোম্পানিগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা হতে হবে ২১ কোটি থেকে ২৪ কোটি মেট্রিক টন। আর এতে বিনিয়োগ করতে হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই বৃহৎ পুঁজি সংগ্রহের প্রধান মাধ্যম হবে শেয়ারবাজার। এ সুযোগটাই পুরোপুরি কাজে লাগাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো। কারণ ব্যাংক খাতে বৃহৎ পুঁজি সরবরাহের সুযোগ নেই। মেঘনা সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭২ লাখ৮৭ হাজার ৩৬০টি। এর মধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৯.৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.১৮ শতাংশ। ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী, কোম্পানিটির পেই রেশিও ৪১,৭৯ পয়েন্ট।

বাংলাদেশ প্রতিদিন

News

মেঘনা সিমেন্টের ১০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। ২০২০-২০২১ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ অনুমোদন করা হয়। আজ বৃহস্পতিবার ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হওয়া কম্পানিটির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই সিদ্ধান্ত নেওয়া হয়। কভিড-১৯ প্রতিকূলতা সত্ত্বেও শেয়ারহোল্ডাররা নগদ শেয়ার লভ্যাংশ ও বোনাস শেয়ারের ঘোষণাকে কম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন এবং সন্তোষ প্রকাশ করেন। কম্পানির ঊর্ধ্বতন উপদেষ্টা এ আর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন নিরপেক্ষ পরিচালক মো. নূরুল করিম, ডিএমডি একেএম মাহবুব-উজ-জামান, উপদেষ্টা ও ট্রেজারার ময়নাল হোসেন চৌধুরী, সিওও মো. ফখরুদ্দিন, সিএফও পিজিরুল আলম খান, এইচওডিএইচআর অ্যান্ড অ্যাডমিন আনিছুজ্জামান ও কম্পানি সেক্রেটারি শাহরিয়ার মোল্লাহ প্রমূখ। এ সময় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার সভায় ভার্চুয়ালি অংশগ্রহণ করেন। কম্পানির সিওও মো. ফখরুদ্দিন বলেন, ‘২০২০-২০২১ অর্থবছরে আমাদের দেশে দৈনিক গড় সিমেন্টের ব্যবহার হয় এক লাখ ৬৩৮ মেট্রিক টন। তার মধ্যে মেঘনা সিমেন্টের অবদান ছিল তিন হাজার ৫৮০ মেট্রিক টন। আমরা গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ৩৭.০২ শতাংশ বেশি সিমেন্ট বিক্রি করতে সক্ষম হয়েছি। রিপোর্টিং বছরে আমাদের প্রতিষ্ঠানের বার্ষিক টার্নওভার দাঁড়িয়েছে ৯৬৪.৬৮ কোটি টাকা। যা গত বছরের তুলনায় ১৯১.১৩ কোটি টাকা বেশি।’ এ আর রশিদী বলেন, ‘মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড সকল সময় শেয়ারহোল্ডারদের স্বার্থকে প্রাধান্য দিয়েছে, ভবিষ্যতে এর ধারাবাহিকাত বজায় থাকবে। লভ্যাংশ বাড়ানোর বিষয়টি সব সময় টানওভার এবং নেট লভ্যাংশ সংশ্লিষ্ট বিষয়। যেহেতু করোনাকালীন সময় আমরা ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস শেয়ার দিয়েছি। ভবিষ্যতে আমরা আমাদের শেয়ারহোল্ডারদের আরো বেশি লভ্যাংশ দিতে পারবো বলে বিশ্বাস করি।’ তিনি বলেন, ‘উৎপাদন ক্ষমতাকে পরিপূর্ণভাবে ব্যবহার করে প্রতিষ্ঠানের মুনাফা বৃদ্ধি করে শেয়ারহোল্ডারদের রিটার্ন অন ইনভেস্টমেন্ট বৃদ্ধি করার লক্ষ্যে বীর সিমেন্ট নামে নতুন এক আধুনিক সিমেন্ট গ্রাহক সমাজকে পরিচয় করে দিয়েছেন প্রতিষ্ঠানটির পরিচালকমন্ডলীগণ।’

কালের কণ্ঠ

News

কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা

রাজশাহী: রাজশাহীতে কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সন্ধ্যায় হোটেল স্টার ইন্টারন্যাশনালের কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বাড়ি নির্মাণের সময় বাড়ির মালিকদের সচেতনতা ও সঠিকভাবে নির্মাণ কাজ পরিচালনার জন্য সার্বিক কৌশল ও কর্মপন্থা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। কিং ব্র্যান্ড সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আব্দুল লতিফ শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর প্রকৌশলী প্রফেসর ড. মো. রবিউল আউয়াল বাড়ির ফাউন্ডেশন থেকে ফিনিশিং লেভেল পর্যন্ত বাড়ি নির্মাণের কার্যক্রম সম্পর্কে পরামর্শ দেন। পরামর্শের মধ্যে উল্লেখযোগ্য ছিল- সয়েল টেস্ট, পাইলিং, উন্নতমানের কনক্রিট এবং ভূমিকম্প সহনীয় বাড়ি নির্মাণের দিক নির্দেশনা। পরে কিং ব্র্যান্ড সিমেন্টের টেকনিক্যাল সাপোর্ট বিভাগের অ্যাসিস্টেন্ট জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম সিমেন্টের গুণগত মান, কনক্রিটের কার্যক্ষমতা ও দীর্ঘস্থায়িত্বতা, উ‍ৎকৃষ্ট মানের সিমেন্ট নির্বাচন প্রক্রিয়া, উন্নতমানের সিমেন্টের উপাদানসমূহ ও অন্যান্য বিষয়ে একটি সচিত্র প্রতিবেদন উপস্থাপন করেন। কর্মশালায় বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংশুক হোসেন বাড়ি নির্মাতাদের কিং ব্র্যান্ড সিমেন্টের ওপর আস্থা রাখার আহ্বান জানান এবং কনক্রিটের মান নিয়ে তার মূল্যবান মতামত প্রকাশ করেন। তাছাড়া বাংলাদেশের বিভিন্ন বৃহৎ প্রকল্পে কিং ব্যান্ড সিমেন্টের ব্যবহার নিয়ে আলোচনা করেন। এসময় সিমেন্ট শিল্পে কিং ব্র্যান্ড সিমেন্টের অগ্রগামী ভূমিকার জন্য ভোক্তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে কিং ব্র্যান্ড সিমেন্টের পক্ষ থেকে বসুন্ধরা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার, রাজশাহী ডিএসএম (সেলস) শামীম আল মামুন ও জিল্লুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া নির্মাতাদের নিয়ে বাড়ি নির্মাণ শীর্ষক এ কর্মশালায় স্থানীয় ৫০ জন বাড়ির মালিক এবং রাজশাহী বিভাগের কিং ব্র্যান্ড সিমেন্টের স্থানীয় ডিলাররা অংশ নেন।

Banglanews24

News

রংপুর রাইডার্সের স্পন্সর হলো কিং ব্র্যান্ড সিমেন্ট

টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি রংপুর রাইডার্সের স্পন্সর হিসেবে যুক্ত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কিং ব্র্যান্ড সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার কেএইচ. কিংশুক হোসেন এবং মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন চুক্তিতে সই করেন। বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এসময় উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, হেড অব অপারেশন তাসভির উল ইসলাম, মাগুরা গ্রুপের (প্রেস অ্যান্ড মিডিয়া) কো অর্ডিনেটর ও বাংলাদেশের খবরের ব্যবস্থাপক মো: গোলাম কিবরিয়া তালুকদার, রংপুর রাইডার্সের অ্যাডভাইজার মেহরাব আলম চৌধুরী এবং হেড অব অপেরেশন তাসভির উল ইসলাম, কিং ব্র্যান্ড সিমেন্টের বিপণন বিভাগের ডিজিএম আব্দুল লতিফ প্রমূখ। চুক্তি স্বাক্ষর শেষে কিং ব্র্যান্ড সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার কেএইচ. কিংশুক হোসেন বলেন, ‘দেশের বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট। দেশের সবচেয়ে জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ড এটি। বিশেষ করে উত্তরবঙ্গে এর জনপ্রিয়তা অনেক বেশী। রংপুর রাইডার্স যেহেতু উত্তরবঙ্গকে প্রতিনিধিত্ব করছে আর ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের জনপ্রিয়তা অবিশ্বাস্য। তাই আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। আর ভবিষ্যতেও তাদের সঙ্গে যুক্ত থাকার আশাবাদ রাখি। ‘ একইদিনে রংপুর রাইডার্সের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। এর আগে রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে আরও চার প্রতিষ্ঠান। এগুলো হলো- বসুন্ধরা এলপি গ্যাস, ওয়ালটন, যুক্তরাষ্ট্রের এসি কোম্পানি মিলার এবং আবাসন কোম্পানি জেমস গ্রুপ। মাশরাফি বিন মর্তুজা-ক্রিস গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপাজয়ী দলটি এবারও বিপিএলের আসরকে চমকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। রংপুর রাইডার্সের পৃষ্টপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গত মৌসুমের মতো এবারও বসুন্ধরা কিংসের নেতৃত্ব থাকছেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা। এছাড়া রংপুর রাইডার্সের অভিজ্ঞ ম্যানেজমেন্ট এবার দলভুক্ত করেছে ‘৩৬০’ ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে।

Banglanews24

News

কিং ব্র্যান্ড সিমেন্টের নির্মাণ কর্মশালা

ঝিনাইদহে বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্টের বাড়ি নির্মাণ কর্মশালা শনিবার রাতে শহরের একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা গ্রুপের সিমেন্ট সেক্টরের মার্কেটিং বিভাগের ম্যানেজার সাইফুল ইসলাম রুবেল। বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় সেলস ম্যানেজার নুরুল ইসলাম। অন্যান্যের মধ্যে ছিলেন তৌহিদ ইমাম, কাওসার হোসেন, জাহাঙ্গীর হোসেন প্রমুখ। বক্তারা বলেন, ভালো সিমেন্টের বৈশিষ্ট হলো গুণগত মানের ধারাবাহিকতা ধরে রাখা। সেক্ষেত্রে বসুন্ধরার কিং ব্র্যান্ড সিমেন্ট গুণগতমান ধরে রাখতে নিরলস কাজ করে যাচ্ছে। কর্মশালায় ঝিনাইদহের ৭০ জন বাড়ির মালিক অংশ নেন। অংশগ্রহণকারী বাড়ি মালিকদের র‌্যাফেল ড্র্র’র মাধ্যমে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলাদেশ প্রতিদিন

News

মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা পেপারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বসুন্ধরা গ্রুপের দুটি প্রতিষ্ঠান বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষনা করেছে। প্রতিষ্ঠান দুটি হচ্ছে মেঘনা সিমেন্ট ও বসুন্ধরা পেপার। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।   মেঘনা সিমেন্ট মেঘনা সিমেন্ট শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ এবং ৫ শতাংশ স্টক (বোনাস) লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ প্রতিশেয়ারে শেয়ারহোল্ডাররা ১ টাকা নগদ পাবেন এবং প্রতি ২০টি শেয়ারে একটি নতুন শেয়ার পাবেন। মঙ্গলবার শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৭৭ টাকা ৭০ পয়সা। ৫২ সপ্তাহে শেয়ারটি ৭১ টাকা ১০ পয়সা থেকে ১০৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। এর রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২ ডিসেম্বর। বার্ষিক সাধারণ সভা-এজিএম হবে  ১৯ ডিসেম্বর। বসুন্ধরা পেপার বসুন্ধরা পেপার সাধারন শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এই লভ্যাংশ কোম্পানিটির উদ্যক্তারা নেবেন না। অর্থাৎ প্রতিশেয়ারে সাধারন শেয়ারহোল্ডাররা ১ টাকা ৫০ পয়সা করে নগদ পাবেন। মঙ্গলবার শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৪৬ টাকা ১০ পয়সা। ৫২ সপ্তাহে শেয়ারটি ৪২ টাকা ৮০ পয়সা থেকে ১০৩ টাকা ৮০ পয়সায় লেনদেন হয়েছে। বসুন্ধরা পেপারেরও  রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২ ডিসেম্বর।  এজিএম ২৪ ডিসেম্বর।

Banglanews24

News

মেঘনা সিমেন্টের ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা

ঢাকা: শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবারে তালিকাভুক্ত দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা বসুন্ধরা গ্রুপের অঙ্গ-প্রতিষ্ঠান মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গুলনকশা হলে প্রতিষ্ঠানটির ২৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় ২০১৮-১৯ অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন করা হয়। এতে স্বাগত ও সভাপতির বক্তব্য দেন বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা এ আর রশিদী। এ আর রশিদী বলেন, ২০১৮-১৯ অর্থবছরের ১১ লাখ ৪০ হাজার মেট্রিক টন সিমেন্ট বিক্রি করেছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। আগের বছর ছিলো ৯ লাখ ১৩ হাজার মেট্রিক টন। বিক্রি বেড়েছে ২ লাখ মেট্রিক টনের বেশি। বিক্রি থেকে নীট আয় ৭৯২ দশমিক ৭০ কোটি টাকা। ২০১৭-১৮ বছরে ছিলো ৫৫৩ দশমিক ৩৪ কোটি টাকা। আগের বছরের তুলনায় নীট আয় বেড়েছে ৩৯ দশমিক ৩২ শতাংশ। তিনি বলেন, দেশে বেসরকারিখাতের প্রথম সিমেন্ট কারখানা মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। প্রতিবছর দেশে সিমেন্টের চাহিদা বাড়ছে। সেই বিবেচনায় বাগেরহাটের মোংলায় নতুন প্রকল্প স্থাপনের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ওই কারখানায় উৎপাদন শুরু হলে বছরে ২০ লাখ মেট্রিক টন সিমেন্ট উৎপাদন ও বাজারজাত করবে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। এতে উৎপাদন বাড়ার সঙ্গে মুনাফাও বাড়বে। শক্তিশালী ও ভালোমানের সিমেন্ট তৈরির জন্য গুণগত কাঁচামাল প্রয়োজন। দেশের ৯০ শতাংশ কোম্পানিকে সিমেন্ট উৎপাদনের কাঁচামাল বিদেশ হতে আমদানি করতে হয়। আর্ন্তজাতিক বাজারে সিমেন্ট শিল্পের কাঁচামালের দাম বাড়ায় এর প্রভাব দেশের বাজারে প্রত্যক্ষভাবে পড়ছে। এতে সিমেন্ট উৎপাদন খরচও বাড়ছে। বিদ্যুৎ ও জ্বালানি ব্যয় বাড়ার পাশাপাশি শ্রম ও মজুরি বেড়েছে। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা বলেন, কর কাঠামো সিমেন্ট শিল্পকে আরও বেশি বেকায়দায় ফেলেছে। বাজেটে কাঁচামাল আমদানির জন্য ৫ শতাংশ এবং সরবরাহ পর্যায়ে ৩ শতাংশ অগ্রিম আয়কর ধার্য করা হয়েছে। অসহনীয় কর কাঠামো সিমেন্ট শিল্পের প্রসারের জন্য অন্তরায়। নানা রকম বিপত্তি অতিক্রম করে সাবির্ক কার্যক্রম অব্যাহত রেখেছে মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড। তিনি বলেন, পণ্যের গুণগতমান বজায় রেখে নতুন নতুন বাজার সৃষ্টি করতে পরিচালনা পর্ষদ নানামুখি পদক্ষেপ নিয়েছে। মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড অগ্রাধিকার শেয়ার ইস্যু করার বিষয়টি অনুমোদনের জন্য ২০১৮ সালের ২০ নভেম্বর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আবেদন করা হয়েছে। এখনও অনুমোদন পাওয়া যায়নি। আলোচ্য বছরে কোম্পানি ইনফেক্টিভ ইনভারনমেন্ট সিস্টেম বাস্তবায়ন করেছে। বার্ষিক সাধারণ সভায় আরও উপস্থিত ছিলেন, স্বতন্ত্র পরিচালক খাজা আহমেদুর রহমান, পরিচালকমণ্ডলীর পক্ষে ময়নাল হোসেন চৌধুরী, মেজর জেনারেল (অব.) মাহবুব হায়দার খান, ইঞ্জিনিয়ার মাহবুব-উজ-জামান ও কোম্পানি সচিব এম নাসিমুল হাই প্রমুখ। সভায় ২০১৮-১৯ অর্থবছরের কোম্পানির বার্ষিক প্রতিবেদন, নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। একইসঙ্গে শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ অনুমোদন হয়। বার্ষিক সাধারণ সভায় ৫ শতাধিক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এদের মধ্যে অনেকেই বক্তব্য দেন। শেয়ারেহোল্ডাররা শত প্রতিকূলতা সত্ত্বেও আলোচ্য বছরে নগদ শেয়ার লভ্যাংশ ও বোনাস শেয়ারের ঘোষণাকে কোম্পানির সাফল্যের ইতিবাচক প্রতিফলন বলে মন্তব্য করেন এবং সন্তোষ প্রকাশ করেন। উৎপাদন বাড়াতে পদক্ষেপ নেওয়ায় এবং ধারাবাহিকভাবে লভ্যাংশ দেওয়ায় উপস্থিত শেয়ারহোল্ডাররা কোম্পানির পরিচালনা পর্ষদকে ধন্যবাদ জানিয়েছেন।

Banglanews24