Meghna Cement Mills PLC.

News

News

Bashundhara Group pushes for female solvency

Bangladeshi student Sanjida Islam Choya has been named one of the 100 influential women in the world by BBC. She hails from Zhaugora village at Nandail and a member of Shuvosangho, a social welfare organisation of Bashundhara Group’s vernacular Bengali daily Kaler Kantho. She made headlines by fighting child marriage in her area. Bashundhara Group established a sewing training centre in her village for women emancipation. A number of 40 insolvent women received training from the centre. Of them, 20 women initially got sewing machines at a ceremony on June 17. Imdadul Haq Milan, famed litterateur and Editor-in-Chief of Kaler Kantho, handed over the sewing machines to the women. Lawmaker from Mymensingh-9 constituency Anwarul Abedin Khan Tuhin, Upazila Nirbahi Officer Md Abul Mansur, agriculture officer Md Anisuzzaman, Upazila Parishad vice-chairman Manowara Jewel, Kaler Kantho senior assistant editor and director of Shuvosangho Zakaria Zaman, and its Nandail upazila unit president Sohagh Akanto, among others, were present.   Ruma Akter was one of the insolvent women to have received the sewing machine. Despite having honours degree, she was jobless. The poverty-stricken family could not arrange her marriage. A few years back, her father passed away and situation of the family aggravated further. Her mother was unable to bear costs of five daughters and one son.  Her brother took up job of pickup van driver to support family. Ruman remained unmarried amid extreme poverty. After receiving training and sewing machine, Ruma Akter, 35, is about to take the helm of the family. Another recipient of the sewing machine is Maina Akter, 27. She belongs to a landless family. Her two brothers are day-labourers and they struggle to bear the family with little earning. Although Maina learnt tailoring, she could not afford a sewing machine and earn money. She is dreaming to change fate after getting sewing machine from Bashundhara Group. Sanjida Islam Mim is a 10th grader in a local school. She is the second of three children born to her parents. Her father Shahidul is a day-labourer. He is physically sick. Poverty was about to block her study. But training coupled with sewing machine has paved the way for uninterrupted study and a good future. After passing the SSC examinations, Lamia Khatun, 17, could not be enrolled into college for lack of money. She rejected a marriage proposal going beyond wish of her mother. However, her housemaid mother could not bear the cost of study. She got admitted to the college with the support of the Shuvosangho. She is dreaming to continue her study and support family after getting a sewing machine. Meanwhile, Purnima Rani Barman, a college student, is happy with a sewing machine. Her family is passing through hardship after death of her father – a fisherman. She obtained tailoring training and a sewing machine from Bashundhara Group. “The sewing machine has ushered in a new hope and aspiration. Apart from continuing study, I will support my family.” Poverty prevented college admission of Alaka Rani Barman. The situation deteriorated after her father lost eyesight. The whole family plunged into darkness. She said the sewing machine will enable her to continue study and stand by the family. Konika Akter, 26, said sickness of her husband has brought economic hardship to the family. She learnt tailoring from Shuvosangho and received a sewing machine. She was overwhelmed by the charity of Bashundhara Group. Ten year ago, Moina Akter lost her father. She took up a job of housemaid to support family. She could not get married for failure to pay dowry. She has to face criticism for delay in marriage. But firm determination took her to Shuvosangho training centre. Finally, the sewing machine has created a confidence in her mind to be economically emancipated and make the family solvent. Speaking on the occasion, Upazila Parishad vice-chairman Manowara Jewel said, “I heard of Bashundhara Group’s charity. But today’s programme has brought an opportunity to see the magnitude of charity and be impressed. Public representatives like me speak about social welfare but fail to do so. But Bashundhara Group is driving the downtrodden women to solvency. It is unprecedented.” Upazila Nirbahi Officer Md Abul Mansur said, “The social welfare programmes of Bashundhara Group deserve much appreciation. If others follow the example, it will be easy for Bangladesh to be a developed country by 2041, a time set by the government in this regard.” Anwarul Abedin Khan Tuhin MP said, “The way Bashundhara Group pushing women to solvency is really encouraging. I tender my heartfelt good wishes to Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan, Managing Director Sayem Sobhan Anvir and their family members.” Imdadul Haq Milan, Editor-in-Chief of Kaler Kantho, said,  “We are working to change fate of the marginal class of women with the support of Bashundhara Group. The largest industrial conglomerate is contributing to the socioeconomic strides of the country. Today’s recipients of sewing machines will earn money and buy more sewing machines for other members of their families, triggering collective income. We are granting stipend to needy students, constructing schools and libraries in remote and underdeveloped areas, alongside training centres.” Bashundhara Group Chairman Ahmed Akbar Sobhan has ordered establishment of training centres at all districts and upazilas to leave no woman unemployed, she added.

Daily Sun

News

অনগ্রসর শিশুদের আলোর পথ দেখাচ্ছে বসুন্ধরা গ্রুপ

দিনাজপুরের বীরগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের জন্য প্রতিষ্ঠিত বসুন্ধরা শুভসংঘ স্কুল প্রাঙ্গণে খুদে শিক্ষার্থীরা দিনাজপুর সদর থেকে ২৮ কিলোমিটার দূরে বীরগঞ্জ পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের  অনিন্দ্যসুন্দর গ্রাম মাকড়াই। গ্রামটির পূর্ব দিকটায় সবুজে ঘেরা ঘন শালবন ও নদী এবং পশ্চিম পাশে এশিয়ান হাইওয়ে। বীরগঞ্জের সমতল ভূমিতে আবাস গড়েছে অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকজন। শিক্ষা ও জীবনমানে অনেক পিছিয়ে আছে এই জনগোষ্ঠী।   দরিদ্রতা এখানকার লোকজনের এগিয়ে যাওয়ার পথে চরম বাধা হয়ে দাঁড়িয়েছে। তাদের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া, স্কুলে পাঠানো আকাশকুসুম কল্পনা যেন। তিনবেলা খাবার জোটাতে যেখানে এই লোকজনকে হিমশিম খেতে হয়, সেখানে সন্তানদের তারা পড়তে পাঠাবেন কিভাবে। তা-ও আবার আশপাশে দু-তিন কিলোমিটারের মধ্যে এমন কোনো স্কুল নেই, যেখানে সন্তানদের পাঠাতে পারে তারা।   এ জন্য এই গ্রামটির সুবিধাবঞ্চিত ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা শিক্ষার আলো থেকে বঞ্চিত। পিছিয়ে পড়া এই মানুষগুলোকে সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে, তাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ। সম্প্রতি সেখানে চালু করা হয় ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’। দিনটি ছিল ২৪ জুন। বসুন্ধরা শুভসংঘ স্কুল উদ্বোধন করতে বড় একটি টিমসহ দিনাজপুরে যান একুশে পদকপ্রাপ্ত প্রখ্যাত কথাসাহিত্যিক ও কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন। দিনাজপুরের বিভিন্ন শাখার শুভসংঘের বন্ধুদের সঙ্গে সেখানে আরো উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল ও শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান। মেইন রোড থেকে কিছুটা হাঁটার পথ পেরোলেই চোখে পড়বে স্কুলটি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপজাতি মেয়েরা নেচে-গেয়ে অতিথিদের স্বাগত জানায়। তাদের ঐতিহ্যবাহী এই মনোমুগ্ধকর পরিবেশনা সবাইকে মুগ্ধ করে।   ইমদাদুল হক মিলন বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে সারা দেশে কাজ করে যাচ্ছে। আমরা স্বপ্ন দেখি একটি স্বনির্ভর বাংলাদেশের। একটি আলোকিত বাংলাদেশের। শিক্ষিত জাতিই পারে আমাদের আলোকিত বাংলাদেশের সেই স্বপ্ন পূরণ করতে। আমাদের স্বপ্ন পূরণের সারথি হয়েছেন বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান। তাঁর সহযোগিতায় আমরা দশম স্কুল প্রতিষ্ঠা করতে পেরেছি। বাংলাদেশের ৬৪ জেলায় আমরা বসুন্ধরা শুভসংঘ স্কুল করব। জায়গা কিনে আলাদা ভবন করব। সেখানে স্কুল, প্রশিক্ষণকেন্দ্র, পাঠাগার থাকবে। নারীরা সেলাই মেশিন প্রশিক্ষণ নেবেন, কম্পিউটার প্রশিক্ষণ নেবেন। স্বাবলম্বী হয়ে এই দেশের অনগ্রসর নারীরা নিজের পায়ে দাঁড়াবেন, এটাই আমাদের চাওয়া। ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুরা সমাজের মূলধারায় ফিরে আসুক, এটা আমাদের লক্ষ্য। করোনাকালে বসুন্ধরা শুভসংঘ এই এলাকার মানুষের মাঝে এক মাসের করে খাদ্যসামগ্রী বিতরণ করেছে। শীতার্ত মানুষের শীত নিবারণে পাশে দাঁড়ায়েছি আমরা। হাজারের বেশি নারীকে স্বাবলম্বী করতে পেরেছি। এখন যদি এই শিশুদের সমাজের মূলধারায় ফিরিয়ে আনতে পারি, তাহলেই সফলতা আসবে। উপস্থিত অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, যত কষ্টই হোক, আপনাদের সন্তানকে নিয়মিত স্কুলে পাঠাবেন। এই শিশুরাই দেশের ভবিষ্যৎ। এরা বড় হয়ে দেশকে বদলে দেবে। আপনাদের পরিবারের অবস্থাটাও বদলাবে। আমরা বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে আপনাদের পাশে আছি।  সব সময় সুখে-দুঃখে আমাদের পাবেন আপনারা। একটাই অনুরোধ, সন্তানদের ঠিতমতো স্কুলে পাঠাবেন। তাদের পড়ালেখা করানোর সব দায়িত্ব আমাদের। সবাই বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় ও তাঁর পরিবারের সবার জন্য দোয়া করবেন।’প্রাথমিকভাবে মাকড়াই গ্রামের ১৪০ জন সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করেছে ‘বসুন্ধরা শুভসংঘ স্কুল’। নিয়মিত সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত দুজন শিক্ষক ও একজন সমন্বয়ক নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। অপূর্ব মাডি বসুন্ধরা শুভসংঘ স্কুলের নিয়মিত শিক্ষার্থী। আট বছরের অপূর্ব এখন রোজ স্কুলে যায়। দরিদ্রতার অজুহাতে অপূর্বকে স্কুলে পাঠাতেন না তার মা-বাবা। বসুন্ধরা শুভসংঘ স্কুল চালু হতেই এখানে তাকে ভর্তি করে নেন শুভসংঘের সদস্যরা। এখন প্রতিদিনই স্কুলে আসে অপূর্ব। ক্লাসের পড়া, অন্য শিশুদের সঙ্গে হৈ-হুল্লোড়ে দিন কাটে তার। অথচ কিছুদিন আগেও স্কুলে যেত না সে। তাকে লেখাপড়া করানোর স্বপ্ন ছিল মা-বাবার কাছে অলীক কল্পনা। তার মতোই অনুপন মাডি,  আবদুল বারিসহ শতাধিক শিক্ষার্থী দিন শুরু করে জাতীয় সংগীত আর পিটির মাধ্যমে। ছোট্ট অপূর্ব বলে, ‘আমরা সকালে স্কুলে পড়াশোনা করি এবং পড়া শেষ করে পরিবারের কাজ করি। আমরা এখানে পিটি করি, কবিতা পড়ি। ম্যাডাম আমাদের অনেক আদর করেন।’ বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে অভিভাবক মিনি মুরমু বলেন, ‘পাশেই বড় শালবাগান পার হয়ে ছোট শিশুরা স্কুলে যেতে ভয় পায়। আরেকটি স্কুল আছে, সুজালপুর হাইওয়ে রাস্তা পার হয়ে যেতে হয়। সেটিও এত দূর যে ছোট বাচ্চাদের যাওয়া-আসার পথে নানা আশঙ্কায় থাকে পরিবার। তাই কাছাকাছি স্কুল হওয়ায় অনেক ভালো হয়েছে। আমরা সন্তানদের নিশ্চিন্তে স্কুলে দিতে পারছি।’ আরেকজন অভিভাবক রিতা হেমরম বলেন, ‘আমরা এই স্কুল পেয়ে অনেক খুশি। আমাদের আর দূরে যেতে হবে না। শিশুরা এখানে সুন্দরমতো লেখাপড়া করতে পারবে। এই স্কুলের কারণে আমাদের মতো অসচ্ছল পরিবারের শিশুরা পড়ালেখার সুযোগ পাচ্ছে। এখানে বিনা মূল্যে বই, খাতা, কলম দেওয়া হয়। আমরা বসুন্ধরার কাছে কৃতজ্ঞ। তাদের এই সহায়তার জন্য আমরা ছেলেমেয়েদের শিক্ষিত করার স্বপ্ন দেখছি।’ বসুন্ধরা শুভসংঘকে ধন্যবাদ জানিয়ে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেন, ‘বসুন্ধরা গ্রুপকে সাধুবাদ জানাই এ ধরনের মহতী উদ্যোগ গ্রহণের জন্য। তাদের এই স্কুলের কারণে সমাজের পিছিয়ে পড়া শিশুরা শিক্ষার সুযোগ পাবে। অনগ্রসর শিশুদের আলোর পথ দেখাচ্ছে তারা। সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ে এ ধরনের উদ্যোগ অবশ্যই ধন্যবাদযোগ্য। বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই সমাজের জন্য কাজ করে আসছে। আমি দেখেছি করোনায়, শীতে, বন্যায় তারা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। সমাজের সবার উচিত তাদের অনুসরণ করা। উন্নত ও শিক্ষিত একটি জাতির যে স্বপ্ন আমরা দেখি, তা বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারব তখনই, যখন সবাই এগিয়ে আসবে। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগের কারণে দেশ ও দেশের মানুষ উপকৃত হবে।’ Source: kalerkantho

কালের কণ্ঠ

News

মেঘনা সিমেন্টের শতভাগ উৎপাদন ক্ষমতা ব্যবহারে উদ্যোগ

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসিই) তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি বসুন্ধরা গ্রুপের মেঘনা সিমেন্ট শতভাগ উৎপাদন ক্ষমতা ব্যবহারে উদ্যোগ নিয়েছে। মূলত মেঘনা সিমেন্টের উৎপাদন ক্ষমতা বছরের ৩৩ লাখ ১২ টন। কিন্তু চলমান করোনা সংক্রমণ ও অন্যান্য কারণে সক্ষমতার প্রায় ৬০ শতাংশ ব্যবহার হচ্ছে। অবশিষ্ট ৪০ শতাংশ অব্যবহ্নত উৎপাদন ক্ষমতা ব্যবহারে বিজয় মাস ডিসেম্বরের মেঘনা সিমেন্ট লিমিটেড বাজারে আনছে নতুন ব্যান্ড ‘বীর সিমেন্ট’। নতুন ব্র্যান্ডের সিমেন্ট বাজারজাত শুরু করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। কোম্পানি সূত্রে জানা যায়, বাংলাদেশ বিশ্বে ৪০তম বৃহত্তম সিমেন্ট উৎপাদনকারী দেশ। আর দেশের মোট ১২৫টি সিমেন্ট কারখানা থাকলেও ৩৩টি সিমেন্ট কোম্পানি সক্রিয়। আর সবার সম্মিলিত উৎপাদন সক্ষমতা সাত কোটি ৮০ লাখ মেট্রিক টন। এর মধ্যে চার কোটি এক লাখ মেট্রিক টন হলো কার্যকরী ক্ষমতা। বাংলাদেশে মাথাপিছু সিমেন্টের ব্যবহার তুলনামূলক কম। ফলে বাংলাদেশের এ খাতের প্রবৃদ্ধির অনেক সুযোগ আছে। ফলে বাড়াতে হবে উৎপাদন সক্ষমতা। এ কারণে গত কয়েক বছর ধরে কোম্পানিগুলো তাদের কারখানা সম্প্রসারণ করেছে। এতে বিদ্যমান কোম্পানিগুলোকে আগামী দশকে বিনিয়োগ আরও তিন থেকে চার গুণ বাড়াতে প্রয়োজন হবে। অর্থাৎ ২০৩০-৩৫ সালে কোম্পানিগুলোর বার্ষিক উৎপাদন ক্ষমতা হতে হবে ২১ কোটি থেকে ২৪ কোটি মেট্রিক টন। আর এতে বিনিয়োগ করতে হবে প্রায় ১৫ হাজার কোটি টাকা। এই বৃহৎ পুঁজি সংগ্রহের প্রধান মাধ্যম হবে শেয়ারবাজার। এ সুযোগটাই পুরোপুরি কাজে লাগাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলো। কারণ ব্যাংক খাতে বৃহৎ পুঁজি সরবরাহের সুযোগ নেই। মেঘনা সিমেন্ট পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১৯৯৫ সালে। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২ কোটি ৭২ লাখ৮৭ হাজার ৩৬০টি। এর মধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৪৯.৭৬ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ৩৩.০৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ১৭.১৮ শতাংশ। ২০২১ অর্থবছরের জন্য কোম্পানিটি ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ বোনাস ডিভিডেন্ড ঘোষণা করেছে। সর্বশেষ শেয়ারদর অনুযায়ী, কোম্পানিটির পেই রেশিও ৪১,৭৯ পয়েন্ট।

ঢাকা টাইমস

News

Meghna Cement Mills approves 10pc dividends

Meghna Cement Mills Limited (MCML), a unit of Bashundhara Group, approved 10 percent dividends for its shareholders in the capital market. Board of Directors approved the dividends with consent from the shareholders who participated in the 29th annual general meeting (AGM) held virtually on Thursday. Of the 10 percent dividends, 5 percent are cash dividends and other 5 percent are bonus shares. It means the shareholders will get Tk 0.5 as cash dividend per share and five new units for each 100 shares of the brand. Chaired by Bashundhara Group senior advisor AR Rashidi, the meeting was also attended by MCML independent director Nurul Karim, deputy managing director AKM Mahbub-Uz-Zaman, advisor Maynal Hossain Chowdhury and chief operating officer Md Fakhruddin virtually at the Bashundhara Industrial Headquarters in the capital. MCML chief financial officer Pijirul Alam Khan, head of Human Resources Administration Anisuzzaman Talukdar and deputy general manager Asaduzzaman were also present. Company secretary Shahriar Molla made the address of welcome. MCML, the first manufacturing unit of Bashundhara Group, produces the market leader King Brand cement and new flagship brand of Bir Cement. Senior advisor AR Rashidi said the Meghna Cement Mills braved the pandemic situations through collective efforts of the customers, company staff and shareholders. “We are trying to utilise the production capacity to increase the returns of investment of the shareholders. For this, the directors of the company introduced a new brand of Bir Cement produced through modern technologies,” he said. The net income of MCML increased to Tk 74 million which is almost 191 percent higher than Tk 52 million in fiscal year 2019-20, according to the company’s annual report. The company contributed Tk 27 million to national exchequer as income tax. The earnings per share increased to Tk 2.73 in the outgoing fiscal year, which is around Tk0.8 higher from the previous fiscal year’s Tk 1.91.MCML chief operating officer Md Fakhruddin said the per capita cement adaptation in the country is 100.63 thousand metric tons, of which, 3.8 thousand tons are supplied by the local brands. “The company turned into a successful business venture in the country through producing quality cement. The inclusion of new brand of Bir cement brings pace in the journey,” he said. Incorporated on March 3 in 1992, Meghna Cement Mills Limited started journey on the bank of Poshur river to produce Portland cement. The company was enlisted in Dhaka Stock Exchange in 1995.

বাংলাদেশ প্রতিদিন

News

মেঘনা সিমেন্টের প্রথম প্রান্তিক প্রকাশ

স্টক নিউজ বিডি অনলাইন ডেস্ক: শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই’২১-সেপ্টেম্বর’২১) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আজ রবিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৬ পয়সা। গত বছরের প্রথম প্রান্তিকেও শেয়ার প্রতি ৪৬ পয়সা আয় হয়েছিল। গত ৩০ সেপ্টেম্বর, ২০২১ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭০ টাকা ৬১ পয়সা।

বাংলাদেশ প্রতিদিন

News

Corona virus – The largest temporary COVID hospital in Bangladesh was built in three weeks

লন্ডনের এক্সেল এক্সিবিশন সেন্টারের “নাইটিঙ্গেল হাসপাতাল” ও মাদ্রিদের আইএফইএমএ কনভেনশন সেন্টারের আদলে কনভেনশন সেন্টারকে রূপান্তরিত করে বাংলাদেশেও তৈরি হচ্ছে কোভিড-১৯ আক্রান্ত রোগীদের জন্য বিশেষায়িত হাসপাতাল। এর আগে উহান শহরে দশ দিনে হাসপাতাল তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিলো চীনের কর্তৃপক্ষ। কিন্তু ঢাকার এই হাসপাতালটি হলো একুশ দিনে। অবকাঠামো অবশ্য আগেই বানানো ছিলো। শুধু বসানো হয়েছে শয্যা ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি। বেসরকারি উদ্যোগ বসুন্ধরা গ্রুপ তাদের জমি ও অবকাঠামো ব্যবহার করতে দিলেও হাসপাতাল বানানোর মূল কাজটি করছে বাংলাদেশের সরকারই। ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার পাশে আইসিসিবি- ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার চারটি কনভেনশান সেন্টার এবং একটি প্রদর্শনী তাঁবুতে গড়ে উঠছে দেশের সবেচেয়ে বড় এই কোভিড-১৯ হাসপাতাল। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর বিবিসিকে জানান, এই হাসপাতাল নির্মাণের জন্য প্রায় আড়ই লক্ষ বর্গফুট জায়গা তারা সরকারকে অস্থায়ীভাবে ব্যবহার করতে দিয়েছেন। https://www.youtube.com/watch?v=VQwuiEjMDaE

বাংলাদেশ প্রতিদিন

News

রংপুর রাইডার্সের স্পন্সর হলো কিং ব্র্যান্ড সিমেন্ট

টি-টোয়েন্টি ক্রিকেটের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্র্যাঞ্চাইজি ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের কিং ব্র্যান্ড সিমেন্ট। বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের কনফারেন্স রুমে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি রংপুর রাইডার্সের স্পন্সর হিসেবে যুক্ত হয়। চুক্তিতে স্বাক্ষর করেন কিং ব্র্যান্ড সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার কেএইচ. কিংশুক হোসেন এবং মাগুরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও  রংপুর রাইডার্সের চেয়ারম্যান মোস্তফা আজাদ মহিউদ্দিন চুক্তিতে সই করেন। বসুন্ধরা গ্রুপের ভাইস-চেয়ারম্যান ও রংপুর রাইডার্সের ব্যবস্থাপনা পরিচালক সাফওয়ান সোবহান এসময় উপস্থিত ছিলেন। এসময় আরও উপস্থিত ছিলেন, রংপুর রাইডার্সের সিইও ইশতিয়াক সাদেক, হেড অব অপারেশন তাসভির উল ইসলাম, মাগুরা গ্রুপের (প্রেস অ্যান্ড মিডিয়া) কো অর্ডিনেটর ও বাংলাদেশের খবরের ব্যবস্থাপক মো: গোলাম কিবরিয়া তালুকদার, রংপুর রাইডার্সের অ্যাডভাইজার মেহরাব আলম চৌধুরী এবং হেড অব অপেরেশন তাসভির উল ইসলাম, কিং ব্র্যান্ড সিমেন্টের বিপণন বিভাগের ডিজিএম আব্দুল লতিফ প্রমূখ। চুক্তি স্বাক্ষর শেষে কিং ব্র্যান্ড সিমেন্টের চিফ মার্কেটিং অফিসার কেএইচ. কিংশুক হোসেন বলেন, ‘দেশের বৃহৎ সিমেন্ট প্রস্তুতকারী প্রতিষ্ঠান কিং ব্র্যান্ড সিমেন্ট। দেশের সবচেয়ে জনপ্রিয় সিমেন্ট ব্র্যান্ড এটি। বিশেষ করে উত্তরবঙ্গে এর জনপ্রিয়তা অনেক বেশী। রংপুর রাইডার্স যেহেতু উত্তরবঙ্গকে প্রতিনিধিত্ব করছে আর ফ্র্যাঞ্চাইজি হিসেবে তাদের জনপ্রিয়তা অবিশ্বাস্য। তাই আমরা তাদের সঙ্গে যুক্ত হয়েছি। আর ভবিষ্যতেও তাদের সঙ্গে যুক্ত থাকার আশাবাদ রাখি। একইদিনে রংপুর রাইডার্সের সঙ্গে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের সর্ববৃহৎ মিডিয়া গোষ্ঠী ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। এর আগে রংপুর রাইডার্সের স্পন্সর হয়েছে আরও চার প্রতিষ্ঠান। এগুলো হলো- বসুন্ধরা এলপি গ্যাস, ওয়ালটন, যুক্তরাষ্ট্রের এসি কোম্পানি মিলার এবং আবাসন কোম্পানি জেমস গ্রুপ। মাশরাফি বিন মর্তুজা-ক্রিস গেইলদের মতো বিশ্বসেরা ক্রিকেটারদের নিয়ে গড়া শিরোপাজয়ী দলটি এবারও বিপিএলের আসরকে চমকে দিতে প্রতিজ্ঞাবদ্ধ। রংপুর রাইডার্সের পৃষ্টপোষক দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। গত মৌসুমের মতো এবারও বসুন্ধরা কিংসের নেতৃত্ব থাকছেন বাংলাদেশ ক্রিকেটের জীবন্ত কিংবদন্তি মাশরাফি বিন মর্তুজা। এছাড়া রংপুর রাইডার্সের অভিজ্ঞ ম্যানেজমেন্ট এবার দলভুক্ত করেছে ‘৩৬০’ ডিগ্রি খ্যাত দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে।

Banglanews24